নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের গল্প নিয়ে একটি সিনেমা বানানো হয়েছে। ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’ নামের এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিতে বিশ্ববিদ্যালয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাচিত্র তুলে ধরা হবে। উঠে আসবে ছাত্র-ছাত্রীদের জীবনের স্বপ্ন, হতাশা, প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, সম্পর্কের টানাপোড়ন, জীবন সংগ্রামের গল্প। দেখা যাবে ক্যাম্পাসে আয়োজিত নানা বর্ণিল উৎসব যেমন পহেলা ফাল্গুন, বই মেলা, একুশে ফেব্রুয়ারি, সরস্বতী পূজা ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিৎ দে ছবিটির গল্প ও চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন। আর ছবিটি বানাতে তাকে বিনা পারিশ্রমিকে সাহায্য করেছে সহপাঠি ও বন্ধুরা। গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ উৎসব করা হয়। সেখানে ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সাহিত্য সম্পাদক মাজারুল কবির শয়নসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্মাতা জিৎ দে বলেন, আমরা বহু বাধা বিপত্তি ও সীমাবদ্ধতা পেরিয়ে অবশেষে শেষ করতে পেরেছি কাজটি। চলচ্চিত্রটির সকল কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমারা কৃতজ্ঞ জানাচ্ছি। যেহেতু আমাদের কোন প্রযোজক বা লগ্নিকারি নেই সেহেতু এটিকে একটি সেচ্ছাসেবী প্রয়াস বলা যায়। চল্লচ্চিত্রটির কোন শিল্পী বা কলাকুশলী কোন পারিশ্রমিক নেন নি বরং সবাই সবার যায়গা থেকে আমাদের এই কাজের সাথে যুক্ত হয়ে সহযোগিতা করছেন।
চলচ্চিত্রটির তিনটি গানে কণ্ঠ দিয়েছেন রাজিব আল রুদ্র, শুভ্র সরকার ও ফারহা দিবা লাবন্য। অভিনয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাসার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ, শারমিন অন্তু, আমির হামজা, তৌফিক আহমেদ, মির্জা গালিব, মাইশা মোনামী, তারেক হোসেন, রত্না দাস, সজীব সরকার, মুর্তজা যুবায়ের, অমিত দেবনাথ, মেহেদি আল-আমিন, সাইফুল্লাহ সাদেক, আহমেদ রেজা প্রমুখ।