নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের নিয়ে জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকায় এই জাতীয় সম্মেলন অনুষ্ঠানের আগে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করা হবে। আগামী ৫ জুলাই পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির পরিচালক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির সদস্য চলচ্চিত্রকার খন্দকার সুমন, অতনু পাটোয়ারী, আহমেদ হিমু, উৎসব কমিটির উৎসব সমন্বয়ক নির্মাতা অদ্রি হৃদয়েশ ও সিনেমার সম্পাদক রাসেল আহমেদ রনি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেলায়াত হোসেন মামুন জানান, জুলাই মাস থেকে পুনরায় নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব আবার যাত্রা শুরু করবে। বাংলাদেশের তরুণ-নবীন চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের প্রিয় এই চলচ্চিত্র উৎসব ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য ছবির এই উৎসব প্রতিমাসে অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত বাংলাদেশের ৪৫০ জন তরুণ চলচ্চিত্রকার এই উৎসবে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির নীতি নির্ধারণী কার্যক্রমে দেশের তরুণ-নবীন চলচ্চিত্রকারদের কন্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায় না। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তরুণ চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের অংশগ্রহণের পথ জটিলতায় পূর্ণ। অথচ এখন সারাদেশে শত শত তরুণ চলচ্চিত্রকে তাদের প্যাশন ও পেশায় পরিণত করতে প্রস্তুত। বাংলাদেশের তরুণ-নবীন চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের সম্মেলন আয়োজন করে আমরা তাদের সংগঠিত করতে চাই। জাতীয় পর্যায়ে সকল নীতি নির্ধারণী কার্যক্রমে তাদের অংশগ্রহণের পথ তৈরিতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমরা আমাদের যাত্রা প্রথমে বিভাগীয় শহরগুলো থেকে শুরু করবো। প্রতিটি বিভাগে চলচ্চিত্র সম্মেলন আয়োজনে একটি সমন্বয় কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের চলচ্চিত্র সম্মেলন আয়োজনে এবং সারাদেশের চলচ্চিত্রকর্মীদের সংগঠিত করণের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে।
রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও ঢাকার বিভাগীয় সম্মেলনগুলো এপ্রিল, মে ও জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়ে বেলায়াত হোসেন মামুন বলেন, সারাদেশের বিভাগীয় চলচ্চিত্র সম্মেলনগুলো শেষ করে ঢাকায় দেশের সকল তরুণ-নবীন চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মীদের জাতীয় সম্মেলন আগামী ৫ জুলাই ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
‘তরুণ ও নবীন’ এবং ‘চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মী’ বলতে কি বোঝানো হচ্ছে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেলায়াত হোসেন মামুন বলেন, তরুণ বলতে বয়সের দিকটি বোঝানো হয়েছে অন্যদিকে নবীন বলতে নতুন চলচ্চিত্রকার বা কর্মী বোঝানো হয়েছে। বয়সে প্রবীণ কেউ চলচ্চিত্র নির্মাণ করতেই পারেন সেক্ষেত্রে তিনি নবীন চলচ্চিত্রকার। আর চলচ্চিত্রকার মানে যিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, চলচ্চিত্রকর্মী বলতে চলচ্চিত্রে যিনি ক্যামেরার সামনে অথবা পেছনে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ বোঝানো হয়েছে।