ইমপ্রেস টেলিফিল্ম লি: এর প্রযোজনায় নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। রোববার পহেলা বৈশাখের দিন দুপুর ৩টা ৫ মিনিটে ছবিটি টেলিভিশন দর্শকদের জন্য দেখানো হবে। গত বছর ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে। ছবিটি দেশ বিদেশের নামিদামি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনী হয়। বেশ কিছু পুরস্কারও জেতে ছবিটি।
পহেলা বৈশাখে দুপুর ৩টা ৫ মিনিটে ‘কমলা রকেট’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে বলে জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘কমলা রকেট’ শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার অর্জন করে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও আরও অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।