সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও কনার পহেলা বৈশাখ উপলক্ষে দ্বৈত গান ‘কে কত দূরে’ প্রকাশিত হলো। সিএমভি’র ব্যানারে ইউটিউবে গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন মাহমুদ মানজুর ও সুর-সঙ্গীতায়োজনে রয়েছেন ইমরান নিজেই।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান-কণা ছাড়াও এতে অভিনয় করেছেন সুমিত ও নিশাত প্রিয়ম।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে। সফলতাও অনেক বেশি। আমার বিশ্বাস এই গানটিও সেই তালিকায় যুক্ত হবে দ্রুত সময়ের মধ্যে।’
জনপ্রিয় মডেল নিশাত প্রিয়ম বলেন, ‘অনেক সুন্দর একটি গান এটি। এ গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুমিত। এতে দারুণ একটা গল্প আছে। যে গল্পটি প্রেমিক-প্রেমিকাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।’