সম্প্রতি মুক্তির অপেক্ষায় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সিনেমা ‘আবার বসন্ত’। তবে এর মধ্যে একটি দু:খের সংবাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এই অভিনেত্রী। বুধবার দুপুরে শুটিং শেষে রিকশায় বাসার ফেরার পথে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারদের টেককেয়ারে থেকে এখন কিছুটা সুস্থ আছেন তিনি।
জানা গেছে, গাড়িটি ধাক্কা দিলে রিকশা থেকে উল্টে পড়ে অর্চিতা স্পর্শিয়া মাথায় আঘাত পান। মাথার একটি অংশ কেটেও গেছে। চিকিৎসকরা তাকে এক সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছে। সব ধরনের শুটিং প্যাকআপ করেছেন স্পশিয়া।
অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করা অর্চিতা স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ ছবিটি ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিছু জটিলতার কারণে পূর্ব ঘোষিত তারিখে ছবিটি মুক্তি পায়নি। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড। এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ‘বেহায়া মন’-খ্যাত শিল্পী চিশতি বাউল।
এর আগে ‘ইতি তোমারই ঢাকা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন স্পর্শিয়া। সেটি দেশের বাইরে মুক্তি পায়। ছবিটি পুরস্কারও পায়। নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ নামে আরেকটি ছবির কাজও সম্প্রতি শেষ করেছেন স্পর্শিয়া।
স্পর্শিয়া অভিনীত তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ মুক্তির অপেক্ষায়। ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানা গেছে।