মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি অভিনীত চলচ্চিত্র ‘সংগ্রাম-দ্য মুভি’ আগামী ১৯ এপ্রিল লন্ডনের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক মুনসুর আলী।
অভিনেত্রী রুহি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল লন্ডনের রিচমিক্সে ছবির প্রদর্শনীতে ‘সংগ্রাম-দ্য মুভি’ ছবির পুরো টিম উপস্থিত থাকবেন। সবাইকে এ সিনেমার প্রদর্শনীতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন রুহি। তিনি আশা প্রকাশ করেন লন্ডন প্রবাসী সবাই ছবিটি উপভোগের জন্য যেন প্রেক্ষাগৃহে আসেন।
রুহি ছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের অভিনয় করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন আমান রেজা, মুরাদ, সুব্রত, অনন্ত হীরাসহ অনেকে। ২০১৪ সালের ২৮ মার্চ ছবিটি বাংলাদেশে মুক্তি পায়।