বেসরকারি চ্যানেল চ্যানেল আইতে আয়োজিত শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র বিচারক হিসেবে এবার যুক্ত হচ্ছেন উপমহাদেশের গুনী সঙ্গীতিশিল্পী রুনা লায়লা।
৬ মাস আগে শুরু হয় এই রিয়েলিটি শো। এতে প্রধান দুই বিচারক হিসেবে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। এবার মহোৎসবের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে থাকছেন রুনা।
ইতিমধ্যে ‘গানের রাজা’র ৪০ পর্ব সম্প্রচার হয়েছে। সেখান থেকে ৫ জন প্রতিযোগিকে বাছাই করা হয়। আগামী ১৯ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মহোৎসবের চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শিশুদের এই মহোৎসব মঞ্চে বিশেষ চমক হিসেবে থাকছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের একটি বিশেষ পরিবেশনা।
এতে আরও থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি, চিত্রনায়ক জিয়াউল রোশান, সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, খান আসিফুর রহমান আগুন, রাশেদ উদ্দিন আহমেদ তপুসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
৫ জন শীর্ষ প্রতিযোগী অংশ নেবে এ উৎসবে। শীর্ষ প্রতিযোগীরা হলো- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙামাটি) ও সিঁথি সরকার (ময়মনসিংহ)।
সফিকুল ইসলাম কে গানের রাজা দেখতে চায়