ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার গোপনে বিয়ে করছেন এই অভিনেত্রী এমন একটি খবর ছেপেছে ভারতের একটি গণমাধ্যম। ভারতের গণমাধ্যম সূত্রের খবর, শ্রাবন্তীর হবু স্বামী রোশন সিংহ। তিনি একটি বিমান সংস্থার কেবিন ক্রুর পদে চাকুরিরত।
জানা গেছে, পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিংহ। একটি বিলাসবহুল রেস্তোরাঁয় পয়লা বৈশাখে রোশনের সঙ্গে শ্রাবন্তীর বাগদানও সম্পন্ন হয়েছে। রোশনের আদি বাড়ি চণ্ডীগড়ে বিয়ে করতে যাচ্ছেন তারা। রোশনের সঙ্গে শ্রাবন্তীর পরিচয় হয় চার মাস আগে। বন্ধুত্ব থেকে প্রণয় এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই ঘরে ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তার। সেই বিয়ে ভেঙ্গ গেলে দ্বিতীয়বারের মতো মডেল কৃষ্ণ ব্রজকে বিয়ে করেন তিনি। গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর।