কলকাতার জি বাংলার জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র রাজচন্দ্র চরিত্রের বাংলাদেশী অভিনেতা গাজি আবদুল নূরকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে ভারত ছাড়তে হয়। এমনকি তাকে সে দেশে কালো তালিকাভুক্ত করা হয়।
এবার গাজি আবদুল নূরের প্রতি নির্দেশ আসলো। দু’জনের একটাই অপরাধ, তারা ভারতের আসন্ন নির্বাচনতে ঘিরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার প্রচারণা করেছেন।
দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতা গাজি আবদুল নূর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একটি প্রচারেও অংশ নেন তিনি। রাজ্য বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ আসে।
এর আগে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়া লাল আগরওয়ালের হয়ে প্রচারে অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসকে দেশে ফিরে আসতে হয়।
এ নিয়ে ফেরদৌস জানান, একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে সহকর্মীদের অনুরোধে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন তিনি। এর জন্য তিনি দু:খ প্রকাশ করে ক্ষমাও চান।
এদিকে জানা যায়, মদন মিত্রের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরেই প্রচারনায় যান গাজি আবদুল নূর। ফেরদৌসের ঘটনার পর থেকে তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন।
অবশেষে তার আশঙ্কা সত্যি হল। তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিলো ।