চলচ্চিত্রে এবার অভিনয় করছেন তিন তরুণ মুখ এলিনা শাম্মী, রোহান ও হিমেল রাজ। তানভীর হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী। তার বিপরীতে আছেন রোহান ও হিমেল রাজ। ছবিটিতে আরও অভিনয় করবেন কেয়ামনি, মাসুম আজিজ, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীনসহ অনেকে।
রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্রের কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নির্মাতা তানভীর হাসান জানান, এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তার নিজের। নতুন তিনজন মুখ নিয়ে ছবিটি করা হয়েছে। এতে পুরনো কিছু অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন। ‘মধ্যবিত্ত’ সিনেমাটি প্রযোজনা করছে সিনে মিডিয়া।