নিজস্ব প্রতিবেদক :
‘আমার স্বপ্ন তুমি’ সিনেমাখ্যাত চিত্রপরিচালক হাসিবুল ইসলাম মিজান বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বনশ্রীর নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিচালকের মেয়ে শর্মিলা ইসলাম সুমি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুমি ঘরে গিয়ে দেখতে পান তাঁর বাবা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান, হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে।
রাতে বনশ্রীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার সকাল ১১টায় তার মরদেহ এফডিসিতে জানাজার জন্য নেয়া হয়েছে। বেলা ১২টায় সেখানেই তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় অংশ নেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা, শিল্পী সমিতির সাধারণ সম্পদ জায়েদ খান, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, বুলবুল বিশ্বাস, চিত্রনায়ক কায়েস আরজুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
জানাজা শেষে মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে তাঁকে তার স্ত্রীর পাশে দাফন করা হয়।
হাসিবুল ইসলাম মিজান ১৯৫৭ সালে পিরোজপুরে জন্মগ্রহণ করেন। ‘প্রেমের কসম’ তাঁর প্রথম সিনেমা। হাসিবুল ইসলাম মিজান শাকিব-শাবনুরকে নিয়ে নির্মাণ করেন তাঁর ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘আমার স্বপ্ন তুমি’। এ ছবি দিয়েই ক্যারিয়ারের উত্থান ঘটেছে শাকিব খানের।
এছাড়া কপাল, জন্ম, হৃদয়ে আছো তুমিসহ বেশ কিছু ছবি নির্মাণ করেন হাসিবুল ইসলাম মিজান। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘তুমি আছো হৃদয়ে’। এটি মুক্তি পায় ২০০৭ সালে।
তাঁর ‘ফুলবানু’ সিনেমাটি নির্মানাধীন রয়েছে। এই সিনেমার বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন শাহরিয়াজ ও জয়া চৌধুরী।