দেশের অন্যতম চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ২০১৯-২০২১ কার্যবছরের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনকে সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত ২২ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নং কক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সাধারণ সভায় ২০১৯-২০২১ কার্যবছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রিয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন: সহ-সভাপতি স্থপতি রাজন দাশ, অর্থ সম্পাদক আলাউদ্দিন মো. রাজু, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, দপ্তর সম্পাদক হুমায়ুন রতন আবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমেদ এবং কমিটির নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম আপন ও কৃতিরঞ্জন কৃতি।
সভায় বিগত দিনের কর্মসূচিসমূহের উপর বিশদ আলোচনা, অর্থনৈতিক প্রতিবেদন পেশ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও কবি টোকন ঠাকুর, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. ফাহমিদুল হক এবং শিল্পী সব্যসাচী হাজরা।
সভায় জানানো হয় কেন্দ্রিয় নির্বাহী কমিটি আগামী ছয় মাসের মধ্যে সিলেট বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি নতুন করে গঠনের উদ্যোগ গ্রহণ করবেন।