২০০৩ সালে বলিউডের একটি অন্যতম ব্যবসা সফল ছবি ছিলো ‘তেরে নাম’। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার সালমান খান ও ভূমিকা চাওলা এতে অভিনয় করেন। এবার ১৬ বছর পর এসে সিনেমাটির সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সতিশ কৌশিক।
তিনি বলেন, ‘তেরে নাম’ এর সিক্যুয়েল তৈরি হচ্ছে এটা সত্যি। প্রেমের গল্প। তবে এখন এর বেশি কিছু জানানো সম্ভব না।’
জানা গেছে, মৌলিক গল্প নিয়ে নির্মিত হবে ‘তেরে নাম ২’। এটি নির্মিত হবে উত্তর ভারতের এক গ্যাংস্টারের প্রেমের গল্প নিয়ে। এ বছরের শেষের দিকে সিনেমাটি শুটিং শুরু হতে পারে। ইতোমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শেষ করা হয়েছে।
‘তেরে নাম টু’ কারা অভিনয় করছেন সে বিষয়ে এখন মুখ খোলেন নি পরিচালক। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ‘তেরে নাম টু’তেও থাকছেন সালমান খান। তবে তার নায়িকা হিসেবে কে থাকছেন সেটা এখনও জানা যায় নি।
পরিচালক সতিশ কৌশিক এখন পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘কাগজ’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন। এই ছবিটি শেষ করে ‘তেরে নাম ২’-এর কাজ শুরু করবেন।
এদিকে সালমান খান বহুল আলোচিত ‘ভারত’ ছবির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৫ জুন সিনেমাটি মুক্তি পাবে। আলি আব্বাস জাফর পরিচালিত এই চলচ্চিত্রে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও ছবিতে জ্যাকি শ্রফ, দিশা পাতানি, সুনীল গ্রোভার, টাবুসহ আরও অনেকে আছেন।