না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ। বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। সালেহ আহমেদের মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু বিষয়টি নিশ্চিত করেছেন। খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে কালচারাল ইয়ার্ড পরিবার।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ বছর বিছানায় কাটাচ্ছেন সালেহ আহমেদ। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।
সালেহ আহমেদের জন্ম বগুড়ার সারিয়াকান্দিতে। পেশাগত জীবনে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চাকুরী করতেন। ছোটবেলা থেকে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। ময়মনসিংহ ভিত্তিক নাট্যদল ‘অমরাবতী নাট্যমঞ্চ’তে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জগতের যাত্রা শুরু হয়।
স্বাধীনতার আগে তিনি বিটিভিতে নিয়মিত অভিনয় করতেন। এরপর আজ রবিবার, কোথাও কেউ নেই, বাদল দিনের প্রথম কদম ফুলসহ অনেক টেলিভিশন নাটকে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, আমার আছে জল অন্যতম। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।