সোমবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। আর এ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী ও অভিনেত্রী দিঘী।
ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্ট. এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এসএসসি পরীক্ষায় ৪.৩৩ জিপিএ পেয়ে পাস করছেন। এ বিষয়ে পূজা চেরী জানান, বাণিজ্য বিভাগ থেকে তিনি এ গ্রেড পেয়েছেন। তিনি তার রেজাল্ট নিয়ে খুব খুশি।
চলচ্চিত্রে ব্যস্ততা, শুটিং-লাইট-ক্যামেরা আলোর ঝলকানির মাঝেও পূজা চেরীর এই রেজাল্টে তার পরিবারের সদস্যারও আনন্দিত বলে জানিয়েছেন পূজা।
শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন।
এদিকে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভিনেত্রী দীঘি ‘এ-মাইনাস’ পেয়েছেন। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর খবরটি গণমাধ্যমকেকে জানিয়েছেন তার বাবা ও অভিনেতা সুব্রত বড়ুয়া।
এসএসসিতে দীঘির ফলাফল জানিয়ে সুব্রত বলেন, দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো। তার রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি। সে জিপিএ-৩.৬১ পেয়েছে। তারপরও এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।