বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় আসর কান উৎসবের ৭২তম আসরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) নিবন্ধিত বিচারক হিসেবে আমন্ত্রন পেয়েছেন বাংলাদেশের সাদিয়া খালিদ রীতি। আগামী ১৩ মে উৎসবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
রীতি ছাড়াও এবার ফিপরেস্কির বিচারক প্যানেলে আছেন ফ্রান্সের দুইজন আর পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও ইসরায়েলের একজন করে চলচ্চিত্র সমালোচক। আটটি দেশ থেকে প্রতিনিধিত্ব করা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের এই নয় বিচারককে তিনটি দলে ভাগ করা হয়েছে। প্রতি দল প্রতিযোগিতা বিভাগ, আঁ সার্তে রিগার এবং ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক বিভাগ থেকে একটি করে সমালোচকের দৃষ্টিতে সেরা ছবি বাছাই করবেন। আর এর জন্য তাঁদের দেখতে হবে নির্বাচিত ৩৫টি সিনেমা।
কানের বিচারক হিসেবে আমন্ত্রন পেয়ে খুবই উচ্ছসিত সাদিয়া খালিদ রীতি বলেন, কান উৎসবের মতো এত বড় উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রিত হওয়ায় আমি আনন্দিত। দায়িত্বের সঙ্গে নিজের কাজটি করার পাশাপাশি, দেশের চলচ্চিত্রকে সবার কাছে যেন ইতিবাচকভাবে তুলে ধরতে পারি আমি সেই চেষ্টা করবো।
এর আগে সাদিয়া খালিদ রীতি ইতালির রিলিজিয়ন টুডে ফেস্টিভ্যাল, ভারতের শিলিগুড়ি শর্টস অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল, নেপালের হিউম্যান রাইটস ফেস্টিভ্যাল এবং ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক ছিলেন।
সাদিয়া খালিদ রীতি লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চিত্রনাট্য রচনার ওপর স্নাতক সম্পন্ন করেছেন। হলিউডের বেশকিছু চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন তিনি।
এছাড়া দেশে ফিরে এসে কাজ করেছেন দ্য ডেইলি স্টার, ডেইলি ব্রুইন (ডিবি), এএমবিআই মিডিয়া গ্রুপে। জেসিআই ঢাকা কসমোপলিটনের মহাসচিবের দায়িত্বও পালন করেন তিনি। এখন তিনি ঢাকা ট্রিবিউনের শোটাইম এডিটর হিসেবে কাজ করছেন।