তরুণ চলচ্চিত্র নির্মাতা স্বজন মাঝি নিজস্ব অর্থায়নে নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘প্রত্যর্পণ’। সম্প্রতি ফেসবুকে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ করা হয়েছে। শীঘ্রই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘মাঝিমাল্লা সিনে-ইউনিট’-এর ইউটিউব চ্যানেলে এর ট্রেইলার প্রকাশ করা হবে। আর ছবিটি প্রদর্শনের ক্ষেত্রে অনলাইন প্লাটফর্মকেই গুরত্ব দিচ্ছেন নির্মাতা।
বাংলাদেশের একজন প্রবাসী তরুণের দেশে ফেরা এবং পুনরায় বিদেশ যাওয়ার অন্তর্বর্তীকালীন মনোজাগতিক দ্বন্দ্ব নিয়ে ‘প্রত্যর্পণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবিটির ভাবনা ও চিত্রনাট্য পরিচালকের নিজের।
পরিচালক স্বজন মাঝি কালচারাল ইয়ার্ডকে বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত চলচ্চিত্রটির সামগ্রিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখন সবার জন্য মুক্ত করার পালা।
ছবিটি প্রদর্শনের ব্যপারে নির্মাতার ভাবনা জানতে চাইলে স্বজন মাঝি বলেন, ‘আমি দর্শকদের জন্যে অনলাইন ডিস্ট্রিবিশনে যেতে বেশি আগ্রহী। শুধু উৎসবে চলচ্চিত্র প্রদর্শন করে বেশি মানুষের কাছে পৌছানো যাওয়া যায় না। অন্যদিকে চলচ্চিত্র উৎসবও গুরুত্বপূর্ণ। তবে বেশির ভাগ উৎসবে নানা রকম শর্ত থাকে। সাধারণত উৎসবে জমাদানের আগে চলচ্চিত্রটি অনলাইনে প্রদর্শন করায় বারণ থাকে। আবার অনেক ভালো উৎসবে মোটা অংকের নিবন্ধন ফি দিতে হয়। আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে রুটিরুজির উপায় খুঁজছি। আকারে ছোট হলেও, যারা শুদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দর্শক, তাদের কাছে পেশাদার উপায়ে চলচ্চিত্র প্রদর্শনীর কথা ভাবছি।
তিনি বলেন, এ ব্যাপারে একটা যুগোপযোগী পরিকল্পনা করতে চাই। শুদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলছি এই কারণে যে, আজকাল স্বল্পদৈর্ঘের নামে যাচ্ছেতাই ভিডিও কন্টেন্টে অনলাইন সয়লাব হয়ে গেছে।’
এর আগে, স্বজন মাঝি নির্মিত ‘গল্প-সংক্ষেপ’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ তে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার পায়।