আশির দশকের ওপার বাংলার জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘সিতারা’ মুক্তি পাচ্ছে আগামী ৩১ মে। বাংলা, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন আশীষ রায়।
এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, মেঘনা নাইডু, ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, বাহুবলীর অভিনয়শিল্পী এম নাসের ও সুব্রত দত্ত।
মলয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন ছবিটির চিত্রনাট্য। সিতারা ছবিতে দেখা যাবে যে, বাংলাদেশের সীমান্ত থেকে পোশাক পাচার হয় ভারতের পশ্চিমবঙ্গে। তিস্তা নদীকে কাজে লাগিয়ে কীভাবে পোশাক শিয়ালদহ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় তাই দেখানো হয়েছে। সেই সঙ্গে এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে।