আসন্ন ঈদ উপলক্ষে জনপ্রিয় অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘তোমারই প্রেমে প্রতিদিন’। এটি ঈদের তৃতীয় দিন দুপুর আড়াইটায় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে।
টেলিফিল্মটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। রচনায় ছিলেন ফারিয়া হোসেন। মাহফুজ ও মেহজাবিন ছাড়া এতে আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর এবং সোমা।
টেলিফিল্মে মাহফুজ আহমেদকে দেখা যাবে একজন ‘শর্ট টার্ম মেমোরি’ রোগে আক্রান্ত রোগীর চরিত্রে। তার চরিত্রের নাম সজীব। প্রতিদিন যা ঘটে, তিনি তা লিখে রাখেন। ঘটনাক্রমে তার সঙ্গে পরিচয় হবে মেহজাবিনের। এরপর প্রেম। এভাবেই এগিয়ে যায় গল্প।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘আমার পরিচালনায় মাহফুজ আহমেদের সাথে অনেক নাটক আছে। তাকে আমি এই রোমান্টিক হিরোকে ম্যাজিকম্যান বলে ডাকি। আর মেহজাবিন তো এই সময়ের রোমান্টিক রাজকন্যা। মাহফুজ আগেই পরীক্ষিত আর মেহজাবিন এই সময়ের অন্যতম একজন মেধাবী অভিনেত্রী।’
তিনি বলেন, ‘তাই দুজনকে জুটি করে কাজটি অসাধারণ হবে ভেবে কাজটি করা। আমার বিশ্বাস দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবেন। আর এটি একটি লাভ স্টোরি টেলিফিল্ম।’
টেলিফিল্মটি কবে সম্প্রচারিত হবে সে প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ঈদের বিশেষ টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ দেখবেন ঈদ আয়োজনের তৃতীয় দিন দুপুর আড়াইটায় চ্যানেল আই’তে।