নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে চলচ্চিত্র শিল্পী কুশলীদের নিয়ে বিশেষ গবেষণাধর্মী অনুষ্ঠান ‘সিনেরঙ’র শততম পর্ব অনুষ্ঠিত হবে ২৫ মে শনিবার বিকেল চারটায়। দুই বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে সিনেমা নিয়ে এ অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের শততম পর্বে করা হয়েছে বিশেষ আয়োজন।
ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানের মিডিয়াম ওয়েভ ৬৩০ কিলোহার্জ তথা ৪৭৬.১৯ মিটার ব্যান্ডে। এফ এম ১০৪ মেগাহার্জে এবং অনলাইনে www.betarprogram.org।
বিশেষ এ আয়োজনে পুরনো রেকর্ড থেকে নায়ক রাজ-রাজ্জাক, সুচন্দা, ববিতা, জাফর ইকবাল, অঞ্জনা, আলমগীর, অঞ্জু, ইলিয়াস কাঞ্চন, দিতি, এটিএম শামসুজ্জামান, চম্পা, নায়িকা শাবানা, কৌতুক অভিনেতা দিলদার, সাইফুদ্দিন, মঞ্জুর হোসেন, রবিউল, আনিস, হাবা হাসমত ও টেলি সামাদের কথা শোনা যাবে।
এমনকি মৌসুমী, সালমান শাহ, নায়ক জসীম, জাম্বু, শাকিব খানের সঙ্গে শোনা যাবে দেবদাস নায়ক বুলবুল আহমেদকেও।
এ বিষয়ে অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রযোজনাকারী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের উপ-পরিচালক আল আমীন খান জানান, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সিনেরঙ অনুষ্ঠানটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি চলচিত্রের ঐতিহ্য তুলে ধরছে যা দেশের চলচ্চিত্র ও বাংলাদেশ বেতারের মধ্যে সম্পর্ক পুন:রুদ্ধারের মাধ্যমে উভয়ই উপকৃত হতে পারে।’
অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনা করেছেন মাজহারুল ইসলাম। উপস্থাপনায় করবেন তাসনুভা তন্নি, ফারহানা চৌধুরী বুশরা এবং মাজাহারুল ইসলাম।