বর্তমান সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘জমজ’ তার তুমুল জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম। ইতোমধ্যেই নাটকটির ১০টি সিক্যুয়েল নির্মিত হয়েছে। নাটকটিতে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যায় তাকে। আসন্ন ঈদ উপলক্ষে আসছে ‘জমজ ১১’। সেখানে মোশাররফ করিমের সাথে যুক্ত হচ্ছে ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
‘জমজ’ সিরিজের এবার থাকছে আরও একটি নতুন চমক। সেটি হলো, নাটকেও অভিনেতা মোশাররফ করিমের নিজের কণ্ঠে গান গাইবেন, যা এর আগের সিরিজগুলোতে ছিলো না।
নির্মাতা আজাদ কালাম ‘জমজ’ সিরিজের আগের সবগুলো নাটক পরিচালনা করেছেন। এবারও পরিচালক হিসেবে তিনিই থাকছেন। ইতোমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
বরাবরে মতই একাব্বর ও নেকাব্বর এবং বাবা কদু আজাদ- এই তিনটি প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। তিনজনের চরিত্র একেবারেই ভিন্ন রকম। একাব্বর ও নেকাব্বর- এই দুই ভাইয়ের মধ্যে একজন অতি চালাক, আরেকজন অতি সরল। আর বাবা কদু আজাদ অত্যান্ত কৃপণ মানুষ। তার কাছে কেউ টাকা চাইলে বা টাকার বিষয়ে কথা উঠলে তিনি কানে না শোনার ভান করেন। ‘জমজ ১১’-তেও তা ব্যত্যয় ঘটবে না।
‘জমজ ১১’ প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘জমজ’ নাটক এমন জনপ্রিয়তা পেয়েছে যে, ঈদের আগে থেকেই পরিচালক, চ্যানেল কর্তৃপক্ষ ও আমার কাছে দর্শকদের অুনরোধ আসতে থাকে। দর্শকদের এই চাওয়াকে আমরা শ্রদ্ধা করি। তাই একের পর এক জমজের সিক্যুয়েল নির্মাণ হচ্ছে।
তিনি বলেন, এবারের নাটকটিতেও দারুণ একটি গল্প থাকবে। সেই সঙ্গে থাকবে দর্শকদের হাসানোর সকল উপকরণ।’
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ঈদুল ফিতরের আয়োজনে ‘জমজ ১১’ প্রচারিত হবে।