এবারের ঈদ উপলক্ষে তরুণ নির্মাতা স্বজন মাঝির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’ এর বিকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বনানীর যাত্রা বিরতিতে ৮ জুন দেখানো হবে ছবি দুটি। যারা ভিন্ন আঙ্গিকের ও ভিন্ন স্বাদের সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে ছবিগুলো এমনটা আশা আয়োজকদের।
চলচ্চিত্র নির্মাতা স্বজন মাঝি কালচারাল ইয়ার্ডকে জানান, ‘জীবাশ্মজন’ চলচ্চিত্রটি বাংলাদেশের এক না-বলা অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে। বাংলাদেশের হারিয়ে যাওয়া ইহুদি সম্প্রদায়কে কেন্দ্র করে আবর্তিত এ ছবির প্লট। ছবিটি প্রথমবারের মতো সবার জন্য অবমুক্ত করা হচ্ছে।এতে অভিনয় করেছেন বিশিষ্ট্য নাট্যাভিনেতা মামুনুর রশিদ, মান্না হীরা, মানস চৌধুরী, নোঙর রাসেল ও সাক্ষ্য শাহিদ।
‘গল্প-সংক্ষেপ’ চলচ্চিত্র সম্পর্কে নির্মাতা জানান, ছবিটি দেশভাগের বিচ্ছেদ বেদনায় আহত মানুষের অভিজ্ঞতার আলোকে নির্মিত। এতে ভারতের বিখ্যাত অভিনেতা বরুণ চন্দ ও বাংলাদেশের মিরানা জামান অভিনয় করেছেন।
‘গল্প-সংক্ষেপ’ চলচ্চিত্রটি দেশ-বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়। ছবিটি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘বাংলাদেশ স্বল্প ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে ছবিটি।
ছবি দুটি প্রযোজনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।