বলিউড সুপারস্টার সালমান খানের এবারের ঈদের সিনেমা ‘ভারত’ বলিউডের বক্স অফিস হিট করে এবারের আলোচনার শীর্ষে। ঈদুল ফিতরের দিন মুক্তি পাওয়া এ সিনেমাটি এখন বক্স অফিসে রাজত্ব করছে।
ছবিটি বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। ছবিটি শুরুর দিনেই আয় করেছে ৪১-৪৩ কোটি রূপি।
ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১১৮-১২৫ কোটি রূপি। আলী আব্বাস জাফরের পরিচালনায় ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই চরিত্রের জন্য প্রথমে চূড়ান্ত করা হয়েছিলো বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু হঠাৎ বিয়ের খবরে ছবিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন প্রিয়াঙ্কা।
সালমান-ক্যাটরিনা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটনি প্রমুখ।
জানা যায়, ‘ভারত’ চলচ্চিত্রের মোট বাজেট ১২৫ কোটি রূপি। এর প্রোডাকশন ব্যয় ১০৫ কোটি। বিজ্ঞাপন ও প্রিন্টিং ব্যয় হয়েছে ২০ কোটি।
ছবিটি ভারতসহ বিশ্বব্যাপী মোট ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে ৪৭০০ প্রেক্ষাগৃহে এবং ভারতের বাইরে মুক্তি পেয়েছে মোট ১৩০০ হলে।