বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, গায়ক ও পরিচালক অঞ্জন দত্ত ঢাকায় আসছেন আগামী ৯ জুলাই। তাঁর নাট্যজীবন নিয়ে লেখা নতুন পুস্তক ‘নাট্যঞ্জন’ নিয়ে। এছাড়া ঢাকার মঞ্চে তিনি প্রথমবার নিয়ে আসছেন তাঁর নির্দেশনায় নাটক ‘সেলসম্যানের সংসার’। ‘অঞ্জন দত্ত প্রডাকশন’-এর প্রযোজনায় তিনি নিজে অভিনয়ও করছেন। সাথে থাকছে অঞ্জন দত্তর কিছু গান।
ঢাকার শিশু একাডেমী অডিটরিয়ামে ৯ জুলাই সন্ধ্যায় হবে এ আয়োজন। এ আয়োজনের জন্য রেজিস্ট্রেশন বাবদ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। পুরোদমে চলছে এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে ০১৭২১৩৭১৯৩৮ অথবা ০১৬৭৪১৬১৬৭৬ – এই দুটো নম্বরের যে কোনো একটিতে ২০০০ টাকা বিকাশ করে, যে নম্বর থেকে বিকাশ করলেন সেই নম্বর, পার্সোনাল মোবাইল নম্বর ও নিজের নাম ইনবক্স করতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে দর্শকদের আসনটি কনফার্ম করা হবে।
বিস্তারিত জানতে ছাপাখানার ভূত – ChhapaKhanar Bhoot অথবা Bar-Bee BD -এর ফেসবুক পেইজে ইনবক্স করতে পারবে। অথবা কল করতে ০১৭২১৩৭১৯৩৮ নম্বরে।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় কথা বলেছেন অঞ্জন দত্ত। তিনি জানিয়েছেন, ‘অঞ্জন দত্ত প্রডাকশন’-এর প্রযোজনায় তিনি তাঁর নিজের বই ও নাটক নিয়ে হাজির থাকবেন। গাইবেন গানও। বাংলাদেশের সংষ্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে আসার আমন্ত্রন জানিয়েছেন তিনি।