সেন্সর পেলো তিশা-ইয়াশের ‘মায়াবতী’, মুক্তি সেপ্টেম্বরে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বিনা কর্তনে সেন্সর বোর্ডের অনুমোদন পেলো নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত চলচ্চিত্র ‘মায়াবতী’। সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর বেশ প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।
‘মায়াবতী’ নির্মাতা অরুণ চৌধুরী জানিয়েছেন, রবিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিনা কর্তনে ‘মায়াবতী’কে ছাড়পত্র দিয়েছে। সেন্সর বোর্ডে ‘মায়াবতী’ প্রদর্শনের সময় উপস্থিত বোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন।
অরুণ চৌধুরী জানান, আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ লক্ষে জুলাই থেকে ছবির মার্কেটিং টিম এর প্রমোশনে কাজ শুরু করবে।
আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে টিভি ও চলচ্চিত্রের সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তিশা ও ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান অভিনয় করছেন।
তিশা-রোহান ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।