নিজস্ব প্রতিবেদক :
টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র নির্মাণ কাজ শুরু হয়েছে গত মঙ্গলবার। চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে এ ছবির কাজ শুরু করেছেন তিনি। চয়নিকার প্রথম ছবিটি পরীমনির শুভা’র মতো আরেকটি জনপ্রিয় চরিত্রে রুপায়ণ হবে বলে মনে করেন নির্মাতা ও নায়িকা দু’জনই।
জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তৈরি করেছেন প্রায় চার শতাধিক খণ্ড নাটক ও ১৮ টি ধারাবাহিক নাটক। ১৮ বছর ধরে তিলে তিলে গড়েছেন নিজেকে। নিজেকে উপযোগী করে তুলেছেন চলচ্চিত্র নির্মাণ কাজের জন্য। তিনি এমনই কথা বলে আসছেন ছবি নির্মাণ কাজে যুক্ত হওয়ার আগে থেকেই।
মঙ্গলবারে ফরিদপুরে তিনি চলচ্চিত্রের জন্য প্রথম ক্যামেরা ওপেন করলেন। তবে এর আগে ক্ল্যাপস্টিক দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবির মহরত অনুষ্ঠান করলেন ইউনিটের সবাইকে নিয়ে।
বিশ্বসুন্দরী চলচ্চিত্রের আরও খবর :
⇒ ডাবিং চলছে চয়নিকা চৌধুরী নির্মিত বিশ্বসুন্দরী’র
তিনি দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, শুটিং ও পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। আবেগাপ্লুত নবাগত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ১৮ আগস্ট ২০০১ সালে নাট্য পরিচালক হিসেবে দর্শক প্রথম আমাকে চিনেছিলেন। ১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালাম।
তিনি বলেন, ১৮ আগস্ট ২০০১, সেই দিনটিও ছিল মঙ্গলবার। এবারও মঙ্গলবারই আমার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হলো। পুরো বিষয়টিই কাকতালীয়। প্রকৃতিই হয়তো এমনটি চেয়েছিল।
চয়নিকা বলেন, সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো বলে আমরা আশা করি।
মহরতে উপস্থিত চিত্রনায়িকা পরীমনি জানান, আড়াই বছর পর এ চলচ্চিত্রের মাধ্যমে কামেরার সামনে দাঁড়ালেন তিনি। তিনি বলেন, ‘স্বপ্নজাল’-এ অভিনয় করার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ভালো মানের চলচ্চিত্র, মন ছুঁয়ে যাবার মত চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনোই চলচ্চিত্রে কাজ করবো না। আশা করি এ ছবির মাধ্যমে দর্শক আমার থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।
প্রথম পর্যায়ের শুটিংয়ে চিত্রনায়িকা পরীমনিসহ আরও অংশ নিচ্ছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু প্রমুখ। পরবর্তী লটে সুবর্ণা মুস্তাফা, সিয়াম আহমেদ, আনন্দ খালেদসহ অন্যরা যোগ দেবেন বলে জানান নির্মাতা।
ছবিটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।