বিয়ে করেছেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা তাসকিন রহমান। তিনমাস প্রেম করার পর গত ১১ জুন ইতালি প্রবাসী জান্নাত ফেরদৌসকে ঘরে তোলেন তিনি। দুই পরিবারের সম্মতিতে মিরপুরের একটি বাসায় ঘরোয়া পরিসরে বিয়ে হয় তাদের। দেরিতে হলেও তাসকিন ও নববধূ জান্নাত বিয়ের খবর নিশ্চিত করেন।
তাসকিন বলেন, আটমাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে প্রথম দেখা হয়। টুকটাক কথাবার্তা ও খুদেবার্তা আদান-প্রদানের মাধ্যমে জান্নাতের সঙ্গে আমার প্রেম হয়। গত তিনমাস ধরে আমরা চুটিয়ে প্রেম করেছি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। পারিবারিক সম্মতিতে ১১ জুন আমরা বিয়ে করি। বর্তমানে একসঙ্গেই আছি।
তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেন। সে বিয়ে একমাসও টেকেনি। তবে এ নিয়ে তাসকিন বলেন, জান্নাত আমার সব কিছু জেনেই আমাকে বিয়ে করেছে। ঘরোয়া বিয়ে হলেও আগামী দুই মাসের মধ্যে বড় পরিসরে বন্ধু, পরিজন সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্র ছাড়াও মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেন তাসকিন রহমান। এ ছবিতেও তিনি আলোচনায় ছিলেন।