‘ন ডরাই’- চট্টগ্রামের ভাষা। মানে হচ্ছে ভয় পাইনা। হ্যা এই নামেই এরকম ভয় না পাওয়ার গল্প নিয়ে তানিম রহমান অংশু নির্মাণ করলেন সিনেমা। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভাষায় নির্মিত সিনেমাটি কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীর সার্ফিং, এ নিয়ে বাধা ও প্রতিক্রিয়ায় প্রতিবাদ এমন গল্পে আবর্তিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সের স্টার জোনে ছবিটির নাম ও পোস্টার উন্মোচন করা হয়। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এতে উপস্থিত ছিলেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছে।
ছবিটির পোস্টার ও ট্রেইলর মুক্তি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিদেশের বিভিন্ন উৎসবে দেখানোর প্রস্তুতি চলছে। এরপর দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি আগামী অক্টোবরে মুক্তি দেয়া হবে।
এইবারই প্রথম নির্মাণ করা হলো বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভাষায় কোন চলচ্চিত্র। ছবিটির নামকরণও করা হয়েছে এই ভাষায়। এর ইংরেজি নাম দেয়া হয়েছে ‘ডেয়ার টু সার্ফ’।
এ ছবির প্লট নির্মাণ করা হয়েছে একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটিতে একজন নারীর এগিয়ে যাওয়ার গল্প রয়েছে। যে সকল ভয়কে উপেক্ষা করে এগিয়ে যায়।
ছবিটির পরিচালক তানিম রহমান অংশু জানালেন, সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজারে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মাণ হলেও সবার বোধগম্য করেই নির্মাণ করা হয়েছে সংলাপ।
প্রথমবারের মতো স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান ছবিটি প্রযোজনা করেছেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত। অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামালসহ অনেকে।