নতুন ৪ ছবির অনুষ্ঠানিক ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও প্রযোজক শাকিব খান। রোববার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন – এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আজ চারটি চলচ্চিত্রের সাইনিং সিরিমনি হলো। বর্তমানে ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটির কাজ চলছে। এটি শেষ হওয়ার পর প্রথমে ‘বীর’ ছবিটির কাজ শুরু হবে। এরপর পর্যাক্রমে সবগুলো সিনেমার কাজ শেষ হবে।
তিনি বলেন, আমরা পাসওয়ার্ড ছবির সময় যেমনটা বলেছিলাম যে, এটি হবে আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। ছবিটি দেখার পর দর্শকরা স্বীকার করেছেন যে আমরা কথা দিয়ে কথা রেখেছি। এবারও বলছি, সবগুলো ছবি হবে সময়োপযোগী এবং আধুনিক মানের।
সিনেমাগুলো হচ্ছে- ‘বীর’, ‘পাসওয়ার্ড-২’, ‘ফাইটার’ ও ‘প্রিয়তমা’। ‘বীর’ পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক কাজী হায়াত। এটি তার পঞ্চাশতম সিনেমা।
শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’র নির্মাতা বদিউল আলম খোকন পরিচালনা করবেন ‘ফাইটার’।
‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি নির্মান করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। দেশের বাইরে থাকায় আজকের সাইনিং সিরিমনিতে তিনি উপস্থিত থাকতে পারেন নি।
ইতোমধ্যেই চলচ্চিত্রগুলোর পরিচালকদের সঙ্গে চুক্তিপত্রও সম্পন্ন করেন শাকিব।
সবগুলো ছবিতেই নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। নায়িকা হিসেবে কোন ছবিতে কে কাজ করবেন তা খোলাসা করা হয়নি এখনো। তবে তার বিপরীতে শবনম বুবলিকেই নায়িকা হিসেবে দেখা যাবে বলে একটি বিশেষ সুত্রে জানা গেছে।