তরুণ চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রযোদ্ধা ও চলচ্চিত্রকর্মীদের নিয়ে ‘বায়োস্কোপ আড্ডা’ নিয়মিত আড্ডার আয়োজন করে থাকে। এবারের আয়োজনে অতিথি করা হয় তরুণ চলচ্চিত্রযোদ্ধা, লেখক ও নির্মাতা আপন চৌধুরীকে। তার সঙ্গে এ আ্ড্ডায় যোগ দেন তরুণ চলচ্চিত্রকার, অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, কলাকুশলী, দর্শকসহ অনেকেই। এছাড়াও আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বায়োস্কোপ আড্ডার এ আয়োজনে অংশ নেওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আপন চৌধুরী বলেন, এদিন একটি স্বপ্নমাখা দিন কাটলো। এমন একটি দিন উপহার দেওয়ায় এ আড্ডার আয়োজক ফয়সাল জাফরের প্রতি কৃতজ্ঞতা।
মাহীদ ইমরান জিতুর সঞ্চালনায় বায়োস্কোপ আড্ডায় দিনব্যাপী আলোচনা করা হয়। শেষে বিসিটিআই প্রযোজিত আপন চৌধুরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বপ্নভঙ্গ’ দেখানো হয়।
এর আগে বায়োস্কোপ আড্ডা প্রথমবারের মতো আরেকজন তরুণ চলচ্চিত্র নির্মাতা স্বজন মাঝিকে আড্ডায় আমন্ত্রন জানায়।