প্রথমবারের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে। আসছে ঈদে বড় পর্দায় আসছে ছবিটি। ছবিটি নেরেটিভমূলক নয়, এটিই হতে যাচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক ফিল্ম। ছবিটির নাম ‘গহীনের গান’।
বাংলা ঢোল প্রযোজিত ছবিটিতে আসিফ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিনসহ অনেকে।
শিল্পী আসিফের গাওয়া নয়টি গানের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সূত্র।
এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘এই ঈদেই প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল ছবি ‘গহীনের গান’ মুক্তি হবে ।
তিনি বলেন, এটা কোনো ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনীও খুঁজে পাবেন।’
‘গহীনের গান’ ছবিটির জন্য নয়টি গান লিখেছেন তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইন। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল।
ছবির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। বিদ্রোহী দীপন ছিলেন ছবিটির ডিওপি।