সব্যসাচী ভৌমিক ‘সিক্সথ আগস্ট’ এবং ‘উই আর লকড’-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ইতেোমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন। স্বল্পদৈর্ঘ্যর এ মেধাবী নির্মাতা এবার নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘তিন কন্যা’। বিনোদিনী, বেডশিট ও গুড মর্নিং রেভোল্যুশন নামের আলাদা তিনটি গল্প নিয়ে বানাচ্ছেন তিনটি মেয়ের গল্প। এই তিন গল্পে তিনটি চরিত্রে অভিনয় করবেন ঋতু পর্ণা সেন, সায়ন্তনী গুহঠাকুরতা ও অমৃতা চট্টোপাধ্যায়।
এ ছবির প্রথম গল্প ‘বিনোদিনী’। এতে উঠে আসবে পুরুষপ্রধান বিনোদন জগতে একজন নারীর আওয়াজ তোলার গল্প। এই গল্পের মুল চরিত্রে রয়েছেন ঋতু পর্ণা।
একটি বেডশিট চুরিকে কেন্দ্র করে বেডশিট এর গল্প। গল্পটি এগিয়েছে এক পরিচারিকাকে নিয়ে। যার বিরুদ্ধে অভিযোগ চুরির। পরিচারিকার চরিত্রে অভিনয় করবেন সায়ন্তনী গুহঠাকুরতা। তার বিপরীতে অভিনয় করবেন ইশান মজুমদার।
তৃতীয় গল্পটি একজন কলেজ ছাত্রীকে ঘিরে। রাজনীতিতে যোগ দেয়ার পরে তার জীবন কীভাবে বদলে যায় তা উঠে আসবে এই গল্পে। অমৃতা চট্টোপাধ্যায় অভিনয় করবেন কলেজ ছাত্রীর ভূমিকায়।
আগামী জুলাই থেকে ‘তিন কন্যা’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।