টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথে এবার জুটি বাধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। এর আগে অবশ্য ‘তুই থেকে তুমি’ নাটকে এই জুটিকে দেখা গিয়েছিলো। এবার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্মিত ‘ফেলটুস’ শিরোনামের একটি নাটকে জুটি বেধে অভিনয় করেছেন তারা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত এই নাটকের কাহিনী লিখেছেন শফিকুর রহমান শান্তনু। আর নাটকটি পরিচালনা করবেন রিফান আদনান পাপন।
পরিচালক জানান, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে ‘ফেলটুস’র গল্প। নাটকটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
অভিনেতা ফারহান আহমেদ জোভান নাটকটি সম্পর্কে বলেন, ‘এর আগে ‘তুই থেকে তুমি’ নাটকে মমর সঙ্গে জুটি বেধে অভিনয় করেছিলাম। আগের মতো এবারও এই গুণী এই অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিলো দারুণ। আশা করছি, এই নাটকটিও দর্শকের অনেক ভালো লাগবে।’
অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘গল্প পছন্দ না হলে কোনো নাটকে কাজ করি না। এদিক থেকে ‘ফেলটুস’ ভিন্ন ধরনের গল্পের এক নাটক। পরিচালনাক পাপন যত্নের ত্রুটি রাখেন নি। আমি আর জোভানও সাধ্যমতো চেষ্টা করেছি গল্পকে দর্শক উপযোগী করে তোলার।’