নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশি বিনোদনমূলক কনটেন্টকে বিশ্বদরবারে সকল দর্শকের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিলো ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ। বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানায় প্লাটফর্মটি। এমনকি এদেশের কনটেন্টগুলো বৈশ্বিক দর্শকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জিফাইভ গ্লোবাল-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ।
গত ৩ জুলাই রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন অর্চনা আনন্দসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
জিফাইভ জানিয়েছে, আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে তারা। প্ল্যাটফর্মটি এর আওতায় এ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়েও কাজ করবে। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করার কথা বরেছে। যার সহযোগিতায় থাকবে রবি আজিয়াটা লিমিটেড।
জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশের বাজারকে আমরা যথেষ্ট প্রাধান্য দেই। এখানকার দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজের পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।’
রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্বাস রবি ও এয়ারটেলের যে গ্রাহকরা মানসম্মত বিনোদনমূলক কনটেন্টের অভাববোধ করছিলেন তাদের সে অপূর্ণতা দূর করবে জিফাইভ। প্ল্যাটফর্মটিতে রয়েছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ বিনোদনমূলক কনটেন্ট, যার মধ্যে বাংলা কনটেন্টও রয়েছে। যা নিশ্চিতভাবেই আমাদের গ্রাহকদের বিনোদনের চাহিদা পূরণ করবে। আন্তর্জাতিক বিনোদনমূলক সেবা জিফাইভ’র মাধ্যমে স্থানীয় বিনোদন শিল্পকে বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আইরিন সুলতানা, মাসুমা রহমান নাবিলা এবং জি-বাংলা’র ‘সা রো গা মা পা’ মাতানো বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল উপস্থিত ছিলেন। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য জিফাইভ চালু হওয়া এবং স্থানীয় বিনোদন শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো নোবেলের মনমাতানো সঙ্গীত পরিবেশনা। জিফাইভ বিশ্ব মিডিয়া ও বিনোদন জগতের অন্যতম প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জিল) পরিচালিত একটি স্ট্রিমিং ভিডিও প্ল্যাটফর্ম। জিফাইভ ২০১৮ সালের অক্টোবরে ১৯০টির বেশি দেশে কার্যক্রম শুরু করে। তখন থেকেই প্ল্যাটফর্মটিতে হিন্দি, ইংরেজি, বাংলা, মালয়ালাম, তামিল, তেলেগু, কর্নাডা, মারাঠি, ওড়িয়া, ভোজপুরি, গুজরাটি ও পাঞ্জাবিসহ ১৭টি ভাষার কনটেন্ট রয়েছে।
নতুন করে যোগ হয়েছে পাঁচটি আন্তর্জাতিক ভাষার কনটেন্ট: মালয়, থাই, বাহাসা, জার্মান ও রাশিয়ান। রয়েছে এক লাখ ঘণ্টার অন ডিমান্ড কনটেন্ট এবং ৬০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে জিফাইভ- ভিডিও স্ট্রিমিংয়ে।