টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয় যোগ হচ্ছে তার। এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন গায়ক আফরান নিশো।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘মুঠোফোন’ শিরোনামের একটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। গানটি তিনি নিজেই লিখেছেন। সুর করেছেনও তিনি।
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, প্রথমবারের মতো আমার গল্প ভাবনার নাটকে গান লিখেছি, সুর করেছি এবং গেয়েছি। দর্শকের কাছে এভাবে আসবো আগে ভাবিনি। হঠাৎ করেই এই কাজটি করা হয়েছে। আশা করছি নাটক এবং গান- দু’টোই দর্শকের ভালো লাগবে।
‘মুঠোফোন’ শিরোনামের এই নাটকটিতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন হালের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যেই নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।