গত বছরের নভেম্বরে মুক্তি পায় বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার উপর নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’। দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনের পর বেশ কিছু টেলিভিশনেও একযোগে দেখানো হয় এটি। ছবিটি এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশে দেখানো হচ্ছে। আসন্ন ডারবান চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে ডকু-ড্রামাটি নির্বাচিত হয়েছে। বিশ্বের আরও অনেক দেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ডকুফিল্মটি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
‘হাসিনা: এ ডটারস টেল’-এর পরিবেশক গাউসুল আলম শাওন জানিয়েছেন, এরই মধ্যে আসন্ন ডারবান চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে ডকু-ড্রামাটি নির্বাচিত হয়েছে। আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। এটি চলবে ২৮ জুলাই পর্যন্ত।
ডারবান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি দুইবার দেখানো হবে বলে জানিয়েছেন শাওন। তিনি বলেন, উৎসবের তৃতীয় দিনে (২০ জুলাই) দুপুর আড়াইটায় এবং ২৪ জুলাই বিকাল চারটায় দেখানো ছবিটি দেখানো হবে।
এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রেদওয়ান সিদ্দিক ববি, পিপলু খান ও তিনিসহ মোট চারজন যাওয়ার কথা রয়েছে বলেও জানান শাওন।
ডারবান চলচ্চিত্র উৎসব দিয়ে ‘হাসিনা’ ডকু-ড্রামাটির আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে যাত্রা শুরু হলো। আরও কিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটারস টেল’ দেখানোর আমন্ত্রণ এসেছে। এছাড়া প্রযোজনা সংস্থাটি আরও কিছু চলচ্চিত্র উৎসবে ডকুফিল্মটি দেখাবে বলে জানিয়েছে।
গত বছর মুক্তির আগে ‘হাসিনা: এ ডটারস টেল’ ছবিটি ব্যাপক সাড়া ফেলে। প্রকাশিত হয় এর দুই মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলার। চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন টেলরটি।
পিপলু আর খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকুড্রামাটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে। তবে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।–এমনটাই জানিয়েছেন নির্মাতা পিপলু খান।