চিরতরে চলে গেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা রিপ টর্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজ বাড়িতে এমি পুরস্কার জয়ী বর্ষীয়ান এই অভিনেতা মারা যান।
অভিনয়ের মাধ্যমে মুক্তচিত্তের অধিকারী রিপ টর্ন তার এই বিচিত্র নামকে জয় করেছিলেন। ১৯৯৬ সালে টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।
রিপ টর্ন ১৯৫৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘টাইম লিমিট’, ‘সুইট বার্ড অব ইয়থ’, ‘ক্রিটিক্স চয়েস’ ও ‘দ্য সিনসিনাটি কিড’।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী অ্যামি রাইট, দুই কন্যা কেটি টর্ন ও অ্যাঞ্জেলিকা পেজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে বর্ষিয়ান এই অভিনেতার প্রতি রইলো অসীম শ্রদ্ধা।