ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার নতুন নায়িকা যুক্ত হচ্ছেন। দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ সিনেমায় নতুন কোন নায়িকা নিয়ে শাকিব খান অভিনয় করবেন এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সামনে চলে আসল নতুন নায়িকার নাম। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানার আপ হওয়া জাহারা মিতু হচ্ছেন শাকিব খানের নায়িকা।
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) ‘আগুন’ ছবির জন্য মিতু শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ছাড়াও ২০১২ সালে মিতু বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্টে ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী হয়েছিলেন মিতু। দিল্লিতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এ বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্বও করেন।
শাকিব খানের বিপরীতেই প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছেন মিতু। এর আগে তিনি বিভিন্ন মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য ও নাটকে অভিনয় করেন। তিনি বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন।
জাহারা মিতুর বাড়ী রাজবাড়ীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিবিএ) ডিপার্টমেন্টে ভর্তি হয়েও পড়াশুন করেন নি সেখানে। পরে তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউইএফ) ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
জাহারা মিতু চীনের হন ঝো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে স্নাতকোত্তর শেষ করে ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হিসেবে চাকরী করেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে চাকরী ছেড়ে মিডিয়াতে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দেন তিনি।
এ ছবিতে চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করবেন বলে একাধিক সূত্র থেকে জানা যায়।
এ ছবির কাহিনি লিখেছেন কমল সরকার, চিত্রনাট্য করছেন ছবিটির নির্মাতা বদিউল আলম খোকন নিজেই। চলতি মাসের ২১-২২ তারিখে এফডিসির ২ নম্বর ফ্লোরে ছবিটির শুটিং শুরু হতে পারে বলে ছবিটির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে।