প্রাচ্যনাট স্কুল অফ অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের নতুন নাটক ‘নাট্যকারের সন্ধানে ছয় চরিত্র’ মঞ্চে আসছে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায়। এটি স্কুলের ৩৬তম ব্যাচের সমাপনী প্রযোজনা। এদিন এ ব্যাচের সনদপত্র প্রদান করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৬টায় আয়োজনটি অনুষ্ঠিত হবে। অভিনেতা খাইরুল আলম সবুজ ইতালিয়ান নাট্যকার লুইজি পিরান্দেল্লোর এ নাটকটি অনুবাদ করেছেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।
অনুষ্ঠানে অধ্যাপক আজফার হোসেন ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৯২১ সালে ইতালিয়ান নাট্যকার লুইজি পিরান্দেল্লোর এই নাটকটি প্রথম প্রকাশিত হয়। এটিকে এবসার্ড মেটাথিয়েটার নাটক হিসেবে গণ্য করা হয়। বলা হচ্ছে, চরিত্রের বাস্তবতাই বাস্তব, অভিনয়শিল্পীরা নয়। অন্যভাবে বলতে গেলে চরিত্রই সত্য, মানুষ কেবল ধারক ও বাহক।