এটিএম শামসুজ্জামানের হাতে বুলুবুল আহমেদ স্মৃতি সম্মাননা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের হাতে এবার উঠলো বুলবুল আহমেদ সম্মাননা। বাংলা চলচ্চিত্রের মহানায়ক খ্যাত প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্মরণে গঠিত বুলবুল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয় তাকে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে এটিএম শামসুজ্জামানের হাতে সম্মাননা পদক তুলে দেন বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজি আহমেদ ও কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা।
সম্মাননা হাতে পেয়ে আবেগাপ্লুত এটিএম শামসুজ্জামান বলেন, ‘যদি কোনো ভালো মানুষ দেখতে চাও বুলবুল আহমেদকে দেখে এসো। শুধু ভদ্রলোক না, একজন প্রকৃত মানুষ ছিলেন। এখন যারা তাকে সরাসরি পাবে না, তারা তাঁর সিনেমা দেখো।’
হাসপাতালে অনাড়ম্বর পদক অনুষ্ঠানটি আবেগে পরিপূর্ণ ছিলো। বুলবুল আহমেদের পরিবারের লোক ছাড়াও সেখানে এটিএম শামসুজ্জামানের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
২০১০ সালের ১৫ জুলাই বুলবুল আহমেদ সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। তার স্মৃতিকে সমুজ্জ্বল রাখতে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে এ সম্মাননা পদক দেওয়া হয়।
পদক অনুষ্ঠান আয়োজনে এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, ‘এখন তিনি (এটিএম শামসুজ্জামান) যথেষ্ট ভালো আছেন। কথা বলছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। কেবল নার্সিং সেবার জন্য তাঁকে আমরা এখানে রেখেছি।’