বলিউডের গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহ’র ৭০তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৯ সালের ২০ জুলাই ইন্ডিয়ার উত্তর প্রদেশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আফগান বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেতার বাবার নাম আলী মুহাম্মাদ শাহ এবং মাতা ফাররুখ সুলতান। তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর অনবদ্য অভিনয় উপমহাদেশের দর্শক হৃদয়ে অঙ্কিত হয়ে আছে। কিংবদন্তী এই অভিনেতার জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।
নাসিরুদ্দিন শাহ ভারতীয় সিনেমার মূল ধারা ও বিকল্প ধারায় সমানতালে অভিনয় করে গেছেন। ১৯৮০ সালে ভারতের মুল ধারার ‘হাম পাঞ্চ’ সিনেমার মাধ্যমে শুরু করেন অভিনয় জীবন। এরপর ১৯৮২ সালে ইসমাইল স্রেফ নির্মিত ‘দিল আখির দিল হ্যাঁয়’ সিনেমায় অভিনয় করেন। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী রাখি। ১৯৮৩ সালে ‘মাসুম’ সিনেমাটি তার অভিনীত অন্যতম আলোচিত সিনেমা।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ইজাজাত, জালওয়া, হিরো হিরালাল, নিশান্ত, তিরকাল, ভবানী ভবাই, জুনুন, মান্ডি, কথা, জানে ভি দো ইয়ারো প্রভৃতি। ১৯৮৮ সালে ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য পারফেক্ট মার্ডার’ এ গোয়েন্দা চরিত্র ‘ইনস্পেক্টর ঘটি’ হিসেবে অভিনয় করেছিলেন তারই স্ত্রী রত্না পাঠক এর বিপরীতে। একটি আন্তর্জাতিক সিনেমা ‘ক্যাপ্টেন নিমো’ চলচ্চিত্রে কাজ করেছেন।
তার অভিনীত দ্বিতীয় পাকিস্তানি চলচ্চিত্র ‘জিন্দা ভাগ’ মোট আশিটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ২০০৩ সালে অর্জন করেন পদ্মভূষণ পুরস্কার। ১৯৭৯, ১৯৮৪ এবং ২০০৬ সালে পর পর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনবার পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ‘পার’ সিনেমার জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘ভল্পি কাপ’ অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০০০ সালে ‘সঙ্গীত-নাটক’ অ্যাওয়ার্ড এবং ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ অর্জন করেন এই গুণী অভিনেতা।