চলে গেলেন অভিনয়শিল্পী ও সাংবাদিক নেত্রী মঞ্জুশ্রী বিশ্বাস
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
ষাটের দশকের প্রখ্যাত চলচ্চিত্র অভিনয়শিল্পী ও একসময়ের সাংবাদিক নেত্রী মঞ্জুশ্রী বিশ্বাস (মাসুমা খাতুন) চিরতরে চলে গেলেন। তিনি ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় করেছেন। করেছেন প্রযোজনাও। এছাড়া তিনি ছিলেন সাংবাদিক। ডিইউজে ও বাচসাসের নেতৃত্বে ছিলেন তিনি বহুবার।
সোমবার (২২ জুলাই) ভোররাত ২ টায় মগবাজার আমবাগানের নিজ বাসভবনে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি… রাজেউন)।
তিনি সনাতনলম্বী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মঞ্জুশ্রী বিশ্বাস থেকে তিনি মুসলিম নামে কনভার্ট করে মাসুমা খাতুন হন। কিন্তু তিনি মঞ্জুশ্রী বিশ্বাস নামেই সর্বাধিক মহলে পরিচিত ছিলেন শেষ পর্যন্ত।
তার বড় ছেলে সুমন জানিয়েছেন, আজ মগবাজারের শাহ সাহেব বাড়ি মসজিদে বাদ জোহর মঞ্জুশ্রী বিশ্বাসের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে আজিমপুর গোরস্থানে।
মঞ্জুশ্রী বিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত নেত্রীও ছিলেন। তিনি ‘দ্য পার্লামেন্ট’ পত্রিকার সম্পাদক হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন।