শুক্রবার মুক্তি পেয়েছে প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের শিশুতোষ উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। উপন্যাসটির নামেই ছবিটির নাম ‘কালো মেঘের ভেলা (The Cloud Boat)’। ছবিটি নির্মাণ করেছেন কবির কন্যা মৃত্তিকা গুণ। সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
প্রয়াত ফারুক হোসেনের চিত্রনাট্য ও মৃত্তিকা গুণের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘কালো মেঘের ভেলা’ সিনেমার কেন্দ্রীয় দু’টি চরিত্র মা ও ছেলে। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে আছে আপন।
কবির গ্রাম বারহাট্টায় ছবিটির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে। এ ছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতেও শুটিং হয়েছে ছবিটির।
ঢাকার রেল স্টেশনের এক পথ শিশুর সংগ্রামী জীবনের গল্পকে আবর্তিত করে গড়ে ওঠেছে ছবিটির প্রেক্ষাপট। ছবিটিতে দেখা যায় তার মধ্যেও আছে শৈশব-কৈশোরে থাকা প্রতিটি শিশুর ফ্যান্টাসি প্রবণ মন। এরকম ফ্যান্টাসি থেকেই একদিন হঠাৎ সে ট্রেনে উঠে নিরুদ্দেশের পথে যাত্রা করে। হাজির হয় একটি গ্রামে। সেখানে কাজের সন্ধান করে। যথারীতি নানা বাধা, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। চলচ্চিত্রটিতে শিশুটির সঙ্গে তার মায়ের গভীর সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।
‘কালো মেঘের ভেলা’ সিনেমার শো টাইম সম্পর্কে নির্মাতা মৃত্তিকা গুণ জানান, বসুন্ধরা সিনেপ্লেক্সে শুক্রবার ও শনিবার দুপুর ১টা ৫০ মিনিটি ও সন্ধ্যা সাড়ে ৬টায় দু’টি শো হবে। সপ্তাহের বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১১টায়, দুপুর ১টায় এবং বিকাল সাড়ে ৫টায় চলবে। এছাড়াও যমুনা ব্লকবাস্টারে প্রতিদিন দু’টি প্রদর্শনী সকাল ১১টা ৪০ মিনিট এবং দুপুর ১টা ৪০ মিনিটে চলবে।