বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে উৎসব মুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সহযোগী সদস্য পদের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ৫২ জন।
দুই ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে আজ। এই ধাপে ১৯ জন প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে ওই ১৯ জনের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের জন্য ১০ জন নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে কোনো প্যানেল নেই।
বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এফবিসিসিআইর অঙ্গসংগঠন। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আবদুছ সামাদ আল আজাদ (যুগ্মসচিব), সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১১ সালের ১৮ আগস্ট। মামলাসহ নানা আইনী জটিলতায় এর পরে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নি।