নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় চিত্রনির্মাতা রায়হান রাফির নতুন ছবি ‘স্বপ্নবাজি’তে মডেল কন্যা জান্নাতুল ফেরদৌস পিয়া ও চিত্রনায়িকা মাহিয়া মাহির পর এবার যুক্ত হচ্ছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত চিত্রতারকা সিয়াম আহমেদ।
পি এইচ এন্টারটেনমেন্ট এর কর্ণধার পিয়াল হোসাইন ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, ‘সিয়ামের সঙ্গে ‘স্বপ্নবাজি’ নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সিয়াম যে চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের কোনো নায়ক এখন পর্যন্ত ওই চরিত্রে সিনেমায় কাজ করেননি।’
তিনি বলেন, ‘স্বপ্নবাজি’তে যে চরিত্রের জন্য সিয়ামকে নিচ্ছি তার জন্য তিনি একেবারে উপযুক্ত। সিয়াম পুরোপুরি ফিল্ম লাভার। কাজে নিয়ে তিনি এতোটা সিরিয়াস তার সঙ্গে মিটিং না করলে বুঝতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশন বলতে টাকার বিষয়টি অনেকেই এগিয়ে রাখে। কিন্তু সিয়াম একদমই তেমন না। তিনি একবারে মন প্রাণ দিয়ে কাজ করতে চান।
তিনি আরও বলেন, সিয়ামের কাজের যারা অডিয়েন্স, ‘স্বপ্নবাজি’ ছবির মূল টার্গেট অডিয়েন্স তারাই। তাকে নেয়ার আরও কারণ এটা।
সিয়াম নিজেও ছবিটির ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছেন। তিনি জানান, ছবির প্লট তার কাছে মজার মনে হয়েছে। আমার চরিত্র একজন র্যাম্প মডেলের। যে চরিত্রটা আমি কখনই করিনি। বাস্তবে আমি টিভিসি করলেও র্যাম্প করিনি। এখানে একজন ছেলের স্ট্রাগল ও জার্নির গল্প দেখানো হবে। একইসঙ্গে শিক্ষামূলক অনেক মেসেজ দেয়া হবে। সব মিলিয়ে আমার কাছে খারাপ লাগে নি ‘স্বপ্নবাজি’।
সিয়াম জানালেন, ‘স্বপ্নবাজি’ ছবিতে তার শিডিউল এখনও ঠিক হয়নি। তবে প্রযোজক পিয়াল বললেন, অক্টোবরের শেষের দিকে সিয়াম শুটিংয়ে অংশ নেবেন। তার আগে জান্নাতুল ফেরদৌস পিয়া, মাহিয়া মাহিসহ অন্যরা শুটিং করবেন।
শাহজাহান সৌরভের চিত্রনাট্যে রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমাটি ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক।
সিয়াম আহমেদ এরইমধ্যে ‘শান’ ও বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌছেন।