মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সোমবার রাতে সরাসরি তার ভক্তদের সাথে আড্ডা দিবেন। ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার এই সুযোগ তৈরি করে দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।
আজ সোমবার রাত ৮ টায় যে কোনো রবি ও এয়ারটেল থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই কথা বলা যাবে নুসরাত ফারিয়ার সঙ্গে। একটি ভিডিও বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া ভিডিও বার্তায় জানান, ‘রবির মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়ে গেছি, আগামী ২৯ জুলাই ঠিক রাত ৮ টায়, রবি স্টারজোন সার্ভিসে আমি থাকবো শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো ?’
নুসরাত ফারিয়া খুব অল্প সময়ে নায়িকা হিসেবে বাংলাদেশ ও ভারতে জনপ্রিয়তা পেয়েছে। দুই বাংলার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা।
উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। এরপরই চলচ্চিত্রে কাজের সুযোগ এসেছে। এরপর একের পর এক কাজ করে নিজেকে অনণ্য উচ্চতায় নিয়ে গেছেন।
গত শুক্রবার (২৬জুলাই) বাংলাদেশ মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’।