কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে মাহবুবা ইসলাম সুমী নির্মাণ করেছিলেন সিনেমা ‘তুমি রবে নীরবে’। ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ এতে অভিনয় করেন।
২০১৭ সালের ৫ মে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ২২ শ্রাবণ মঙ্গলবার (৬ আগস্ট) চ্যানেল আইতে বিকাল ৩টা ৫ মিনিটে প্রদর্শণ হবে। টেলিছবির চুক্তিতে তিশা এতে কাজ শুরু করেছিলেন। কিন্তু পরে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়। তাই তিশা মুক্তির সময় সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিলেন।