বাংলা সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক অকাল প্রয়াত সালমান শাহ’র স্মরণে তার অভিনীত ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে এসএ টিভি। ঈদুল আজহার দিন থেকে টানা ৬ দিন সালমান শাহ’র ৬টি সিনেমা দেখানো হবে। প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ছবিগুলো।
ঈদের দিন দেখানো হবে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনুর।
ঈদের ২য় দিন দেখানো হবে ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিক পরিচালিত ছবিটিতে সালমান শাহর বিপরীতে আছেন মৌসুমী।
ঈদের তৃতীয় দিন রয়েছে শিবলী সাদিক পরিচালিত সালমান শাহ অভিনীত ‘আনন্দ অশ্রু’। তার বিপরীতে আছেন শাবনুর।
ঈদের ৪র্থ দিন মালেক আফসারি পরিচালিত সালমান শাহ’র ‘এই ঘর এই সংসার’। ছবিটিতে আরও অভিনয় করেছেন, চিত্রনায়িকা বৃষ্টি, তমালিকা কর্মকার, বুলবুল আহমেদ, রোজী আফসারি, আলীরাজ।
ঈদের ৫ম দিন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ অভিনীত ‘বিক্ষোভ’ ও ঈদের ৬ষ্ঠ দিন থাকছে দেখানো হবে ‘প্রেম যুদ্ধ’।