ঈদে আসছে তাহমিনা অথৈ অভিনীত টেলিফিল্ম ‘প্রেম যেন এক প্রজাপতি’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আসছে অভিনেত্রী তাহমিনা অথৈ’র টেলিফিল্ম ‘প্রেম যেন এক প্রজাপতি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাহেদ শরীফ খান। টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় ছিলেন নির্মাতা মানিক মানবিক।
‘প্রেম যেন এক প্রজাপতি’ টেলিফিল্মে তাহমিনা অথৈ ও সাহেদ শরীফ খান ছাড়াও শিশির আহমেদ, শারমিন, ফিরোজসহ আরও অনেকে অভিনয় করেছেন।
টেলিফিল্ম সম্পর্কে অভিনেত্রী তাহমিনা অথৈ বলেন, আত্মহত্যা করতে গিয়ে দুইজনের মানুষের পরিচয় হয়। তারপর তারা একে অপরকে জানে। ওঠে আসে তাদের জীবনের নানা গল্প….. এমনই এক বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি ‘প্রেম যেন এক প্রজাপতি’। আশা করি দর্শকদের এই গল্পটি ভালো লাগবে।
কবে কোথায় প্রচারিত হবে জানতে চাইলে তিনি জানান, ঈদের তৃতীয় দিন মানে ১৪ আগস্ট বিকেল সাড়ে তিনটায় এসএ টিভিতে টেলিফিল্মটি দেখানো হবে।
‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয়ী তাহমিনা অথৈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় মাস্টার্স শেষ করেছেন। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে যাচ্ছেন তিনি।
প্রয়াত সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ চলচ্চিত্রের শুটিংয়ের একটি দৃশ্যে তাহমিনা অথৈ
ইতোমধ্যে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। অভিনয় করছেন মানিক মানবিক পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘ছেলেটি অদ্ভুত’। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ।
এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন রাহয়ান আনোয়ার পরিচালিত ‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ।