অভিনয় ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইভান সাইর। এবারের ঈদের বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে তার অভিনীত ১২টি নাটক ও শর্টফিল্ম প্রচারিত হবে। টেলিভিশন ও রেডিওর দু’টি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। এছাড়াও দু’টি মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে।
এ ব্যাপারে ইভান সাইর কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘অভিনয়টাই করতে চাই। এটাই ভালোবাসি। এছাড়া টিভি আর রেডিও উপস্থাপনা তো আছেই। এখানে সবগুলো কাজই আমার পছন্দের।’
ঈদুল আযহা উপলক্ষে ইভান সাইরের অভিনীত নাটকগুলো হচ্ছে, ইয়ামিন ইলানের ‘স্মারক’ ও ‘বেড ফ্রেন্ড’, মাবরুর রশীদ বান্নাহর ‘একটু পর রৌদ উঠবে’, ‘লেডি কিলার-২’, ‘ভিউ বাবা’ ও ‘প্রবাসী ভাই’, রিফাত আদনান পাপনের ‘ফেল্টুস’ ও ‘অবেলার তিথি’, তপু খানের ‘শেষ বিকেল’, হাসান রেজাউলের ‘প্রেম তুমি আমি’, পনির খানের ‘ডেলিভারি বয়’ এবং আরিয়ান ও রাজ বিশ্বাসের ‘কখনো বুঝতে চাওনি’।
ঈদ উপলক্ষে এনটিভিতে ‘কথার জাদুকর’ নামে একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইভান। আর রেডিও ধ্বনিতে ‘ব্যান্ড মিউজিক’ নামে একটা শো করার কথা রয়েছে।
এছাড়া কাজী শুভ ও শাহজাহান শুভ’র পৃথক দু’টি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি।